WB CO-OPERATIVE BANK RECRUITMENT 2025: বিভিন্ন সমবায় ব্যাংকে ক্লার্ক নিয়োগ,মাসিক বেতন ২১, ৮৮৩/-টাকা।

By Jyoti Biswas

Updated On:

Follow Us
WB CO-OPERATIVE BANK RECRUITMENT 2025

WB CO-OPERATIVE BANK RECRUITMENT 2025: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। বিভিন্ন জেলার কো-অপারেটিভ ব্যাংকের একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। চাকরি না পেয়ে যেসব প্রার্থীরা হতাশ হচ্ছেন তাদের জন্য সুখবর নিয়ে আসলো এই বিজ্ঞপ্তি। এখানে একাধিক পথ রয়েছে কোন পদের নিয়েও হতে গেলে কি কি যোগ্যতা লাগবে এবং কোন পদে কত বেতন পাবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকেই শেষ পর্যন্ত পড়ুন।

পশ্চিমবঙ্গ রাজ্যের কো-অপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে রাজ্যের জলপাইগুড়ি হুগলি রানীগঞ্জ মালদা পুরুলিয়া এবং নদীয়া জেলার কো-অপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে এই নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন পদে কো-অপারেটিভ ব্যাংকের কর্মীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু
আবেদন শেষ২৭/০২/২০২৫

নিয়োগ সংস্থা

WB CO-OPERATIVE BANK

পদের নাম (WB CO-OPERATIVE BANK RECRUITMENT 2025)

  1. সহকারী ক্লার্ক
  2. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
  3. জুনিয়র সুপারভাইজার
  4. সুপারভাইজার

মোট শূন্যপদ

এখানে (WB CO-OPERATIVE BANK RECRUITMENT 2025) মোট শূন্যপদের সংখ্যা ৮৫টি।

বয়স সীমা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত হতে হবে তবেই এখানে আবেদন জানাতে পারবেন।
এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে। ছাড় সম্পর্কিত বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করে দেখে নিন।

Read More: কলকাতা সিটি সিভিল কোর্টে ক্লার্ক ও গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ২১,০০০/- টাকা থেকে শুরু।

মাসিক বেতন

যেহেতু এখানে(WB CO-OPERATIVE BANK RECRUITMENT 2025) ভিন্ন ভিন্ন পদে এবং ভিন্ন ভিন্ন জেলায় নিয়োগ করা হবে তাই সেই সব কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে সেই ব্যাংকের কর্মীদের পদ অনুযায়ী বেতন প্রদান করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে যে নিয়োগ করি প্রার্থীদের সর্বনিম্ন ২১, ৮৮৩/-টাকা থেকে সর্বোচ্চ ৫৮, ৬৪৪ টাকা বেতন দেওয়া হবে।

যে যে ব্যাংকে নিয়োগ করা হবে

  1. নদীয়া জেলা সেন্টাল কো-অপারেটিভ ব্যাংক।
  2. হুগলি জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক।
  3. মালদা জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক।
  4. জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক।
  5. রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক।
  6. পুরুলিয়া জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক।

How to apply for WB CO-OPERATIVE BANK RECRUITMENT 2025

আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.websc.org এই ওয়েবসাইটে গিয়ে একজন পত্রটি ফিলাপ করতে হবে।

আবেদন ফি

আবেদন মূল্য হিসেবে প্রত্যেক প্রার্থীকে ৬৫০ টাকা করে মূল্য দিতে হবে।

নিয়োগ পদ্ধতি

নিয়োগ করার পূর্বে ৮৫ নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। ইন্টারভিউ থাকবে আরো ১৫ নম্বর। মোট এই ১০০ নম্বরের পরীক্ষা দিলেই আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১:১০ অনুপাতে ডাক দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে । এ বিষয়ে আরো বিস্তারিত ভালোভাবে জানতে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করে পড়ে নিন।

গুরুত্বপূর্ণ লিংক

Official NoticeDownload PDF

Leave a Comment