SBI Officer Recruitment 2025:স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার পদে নিয়োগ, কতগুলি শূন্য পদ রয়েছে দেখে নিন।

By Jyoti Biswas

Published On:

Follow Us
SBI Officer Recruitment 2025

SBI Officer Recruitment 2025: যে সমস্ত যুবক যুবতীরা ভাবছেন ব্যাংকে চাকরি করবেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ব্যাংকে চাকরির সুযোগ করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চাকরি প্রার্থীদের। তাই যারা ব্যাংকে চাকরি করবেন বলে স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন সত্যি করতেই আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং ভালোভাবে জেনে নিন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুইতিমধ্যে শুরু হয়ে গেছে
আবেদন শেষ১৫/০৩/২০২৫

নিয়োগ কারী সংস্থা- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

পদের নাম

কনকারেন্ট অডিটর।

শূন্য পদের সংখ্যা

এখানে মোট ১১৯৪ টি শুন্য পদ রয়েছে। যার মধ্যে কলকাতা থেকে ৬৩ জন মুম্বই সার্কেল থেকে ১৬ জন দিল্লি থেকে ৬৮ জন এবং লখনৌ থেকে ৯৯ জনসহ একাধিক চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর- CRPD/RS/2024-25/33

বয়স সীমা

এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ৬০ বছর থেকে সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে। এবং প্রার্থীদের বয়স ১৮/০২/২০২৫ তারিখ অনুযায়ী হিসাব করা হবে।

Read More: বরোদা ব্যাঙ্কে প্রশিক্ষন ও চাকরি! প্রতিমাসে ১৫,০০০/- টাকা স্টাইপেন্ড।

মাসিক বেতন(SBI Officer Recruitment 2025)

উপরে উল্লেখিত পদে আবেদন করার পর চাকরি পেয়ে গেলে তাদের মাসিক বেতন হবে-

MMGS-III ৪৫,০০০/- টাকা
SMGS-IV৫০,০০০/- টাকা
SMGS-V ৬৫,০০০/- টাকা
TEGS-VI ৮০,০০০/- টাকা

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট।
  2. আধার কার্ড।
  3. অভিজ্ঞতার সার্টিফিকেট।
  4. পেনশন পেমেন্টের প্রমাণপত্র।
  5. পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি।

শিক্ষাগত যোগ্যতা

এখানে(SBI Officer Recruitment 2025) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কোন বিস্তারিত যোগ্যতার উল্লেখ করা হয়নি। সম্পূর্ণ অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ প্রদান করা হবে বলে জানা গেছে এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করে দেখে নিন।

আবেদন প্রক্রিয়া(SBI Officer Recruitment 2025)

উল্লেখিত পদে আবেদন করতে গেলে নিচে দেওয়া অফিশিয়াল লিংকে ক্লিক করে কেরিয়ার বিকল্পে বেছে নিয়ে সেখানে নিজেদের নাম রেজিস্ট্রেশন করার আবেদন পত্র পেয়ে যাবেন। সম্পূর্ণ নির্ভুলভাবে ফিলাপ করে নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে আপলোড করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

নিয়োগ প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থীদের বাছাই করে একটি তালিকা প্রকাশ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপর সেই সমস্ত প্রার্থীদের মধ্যে ইন্টারভিউ এর মাধ্যমে তাদের যোগ্যতা বিচার করে নিযুক্ত করা হবে।

Important Link

Official LinkClick Here
Official Website Download PDF

Leave a Comment