Kolkata Metro Railway Vacancy 2025: কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ, বেতন ৯৫ হাজার টাকা।

By Jyoti Biswas

Published On:

Follow Us
Kolkata Metro Railway Vacancy 2025

Kolkata Metro Railway Vacancy 2025: কলকাতা মেট্রোরেল এ চাকরি করে যদি স্বপ্ন তাদের জন্য রেলের তরফ থেকে নিয়ে এলো বিশাল সুখবর। মেট্রোরেলের তরফ থেকে নিয়োগ এর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে জানানো গেছে যে কোন রকম পরীক্ষা ছাড়া ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করবে মেট্রোরেল। কিভাবে আবেদন করবেন? কোন পদে আবেদন করতে পারবেন? কতগুলি শূন্য পদ রয়েছে? নিয়োগ হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? কিভাবে নিয়োগ করা হবে? সমস্ত কিছু জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন।

পদের নাম

এখানে যে পদে নিয়োগ করা হবে সেটি হল- GDMO।

বয়স সীমা

আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৫৩ বছরের মধ্য হতে হবে। এছাড়াও প্রার্থীদের বয়স ১/১/২০২৫ তারিখ অনুযায়ী হিসাব করা হবে।

Read More: মেক মাই ট্রিপ কম্পানিতে কাজের সুযোগ! বাড়ি বসে কাজ করতে পারবেন।

বেতন সীমা

এই পদে(Kolkata Metro Railway Vacancy 2025) আবেদন করার পর চাকরি পেয়ে গেলে আপনার বেতন প্রতি মাসে ৯৫ হাজার টাকা করে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করতে গেলে যে কোন রাজ্য থেকে প্রার্থীদের রেজিস্টার করা এমবিবিএস ডাক্তারি পাস করতে হবে।

কাজের সময়সীমা

এখানে নিয়োগ হয়ে গেলে প্রার্থীদের সপ্তাহের ছয় দিন আট ঘণ্টা করে কাজ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট(Kolkata Metro Railway Vacancy 2025)

  1. ভোটার কার্ড।
  2. প্যান কার্ড।
  3. আধার কার্ড।
  4. এমবিবিএস সার্টিফিকেট।
  5. এডুকেশন কোয়ালিফিকেশন।
  6. এমবিবিএস এর ডিগ্রী সার্টিফিকেট।
  7. মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
  8. দু বছরের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  9. এক কপি রঙিন ছবি।

পরীক্ষার নিয়ম

এখানে(Kolkata Metro Railway Vacancy 2025) যারা আবেদন করবেন তাদের একটি ইন্টারভিউ ডেকে নেওয়া হবে। ইন্টারভিউয়ার পরে সেই অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। অতএব এটি একটি চুক্তিভিত্তিক কাজ। এই কাজটি এক বছরের জন্য থাকবে। কলকাতা তপন সিনহা মেমোরিয়াল হসপিটালে কাজ করতে হবে নিযুক্ত কর্মীকে। পার্মানেন্ট কোন বেতন থাকবেনা কাজ হলে বেতন প্রদান করা হবে কাজ না হলে বেতন প্রদান করা হবে না।

ইন্টারভিউ এর সময়সীমা

প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে ৪/৩/২০২৫ এই তারিখে। সকাল ১১টার মধ্যে নিচে যে ঠিকানা দেওয়া আছে সেখানে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।

ঠিকানা

অফিস অফ দা প্রিন্সিপাল চিপস মেডিকেল অফিসার, তপন সিনহা মেমোরিয়াল হসপিটাল, মেট্রো রেলওয়ে, চাদিতলা, কলকাতা ৭০০০৪০০।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইট Click Here

Leave a Comment