Kolkata High Court Vacancy 2025: কলকাতা হাইকোর্টে ট্রান্সলেটর নিয়োগ,বেতন প্রতিমাসে ৫০ হাজার টাকা।

By Jyoti Biswas

Published On:

Follow Us
Kolkata High Court Vacancy 2025

Kolkata High Court Vacancy 2025: বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে দারুণ সুখবর। আদালতে চাকরি করতে চাইছেন? তাহলে এটি আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ। যেখানে কোনরকম পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করবে পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস বা WBJS। কলকাতার উচ্চ আদালতের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবেন? কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? নিয়োগের পর বেতন কত পাবেন? কোন পদে নিয়োগ করা হবে? কতগুলি শূন্য পদ রয়েছে? সমস্ত কিছু ভালোভাবে জানতে আজকের প্রতিবেদন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু….
আবেদন শেষ১৮/০৩/২০২৫

নিয়োগ কারী সংস্থা- WBJS।

পদের নাম

এখানে যে পদে নিয়োগ করা হবে সেটি হল ট্রান্সলেটর।

শূন্য পদের সংখ্যা

এখানে মোট চারটি শূন্য পদ রয়েছে।

বেতন সীমা

যে সমস্ত ব্যক্তি উল্লেখিত পদে কর্মী হিসেবে যোগদান করবেন তাদের প্রতি মাসে ৫০,০০০/- টাকা করে বেতন প্রদান করা হবে। বেতনের পাশাপাশি সরকারি কর্মচারী হিসেবে একাধিক সুযোগ-সুবিধা পাবেন।

Read More: বাঁকুড়া জেলা দপ্তরে গ্রুপ- ডি কর্মী নিয়োগ, পুরুষ মহিলা আবেদন জানাতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা(Kolkata High Court Vacancy 2025)

এখানে(Kolkata High Court Vacancy 2025) আবেদন করতে গেলে চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
কম্পিউটার বিষয়ে দক্ষ থাকা আবশ্যিক।
আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই আইনি বিভাগের অবসরপ্রাপ্ত ব্যক্তি হতে হবে। তবে এখানে আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের নিচে দেওয়া অফিশিয়াল লিংকে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং আবেদন পত্রের সঙ্গে নিজের সম্পূর্ণ নাম পিতা বা স্বামীর নাম জন্ম তারিখ অবসর গ্রহণের দিন ও সময় ঠিকানা সবকিছু উল্লেখ করতে হবে বাধ্যতামূলক।

ঠিকানা (Kolkata High Court Vacancy 2025)

Registrar (Recruitment & Management), High Court, Appellate Side, Calcutta, New Administrative Block, High Court, Calcutta, New Secretariat Building, Block „B‟, 6th Floor, 1, Kiran Shankar Ray Road, B.B.D. Bag, Kolkata-700 001

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের আবেদন করার পর আবেদনের উপর ভিত্তি করে সামনাসামনি কথোপকথনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে তারপর তাদের নিয়োগ প্রদান করা হবে।

Important Link

Official LinkClick Here
Official WebsiteDownload PDF

Leave a Comment