Indian Coast Guard vacancy 2025: ভারতীয় কোস্ট গার্ডে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২১,৭০০/- টাকা থেকে শুরু।

By Jyoti Biswas

Published On:

Follow Us
Indian Coast Guard vacancy 2025

Indian Coast Guard vacancy 2025 চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। ভারতীয় কোস্টগার্ড দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে।

গুরুত্বপূর্ণ তারিখ কি? কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবে ? বেতনসীমা কি থাকছে? কিভাবে আবেদন করতে হবে? এই সমস্ত বিষয় জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

Important Date (Indian Coast Guard vacancy 2025)

আবেদন শুরুইতিমধ্যে শুরু হয়ে গেছে
আবেদন শেষ২৫/০২/২০২৫

পদের বিবরণ

নিয়োগ সংস্থা ভারতীয় কোস্ট গার্ড
পদের নামএখানে যে পদে নিয়োগ করা হবে সেটি হল Navik (GD,DB)
শূন্যপদের সংখ্যাএখানে মোট শূন্য পদের সংখ্যা ৩০০ টি

বয়সসীমা

উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে। এছাড়া এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

বয়সের ছাড়

SC/ST০৫বছর
OBC০৩বছর
PWBD১০বছর

বেতনসীমা

উল্লেখিত পদে (Indian Coast Guard vacancy 2025) আবেদন করার পর যদি আপনি চাকরি পান এবং চাকরি পাওয়ার পরে আপনার প্রতিমাসে বেতন হবে সর্বনিম্ন ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯, ১০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা

যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করবেন তাদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকতে হবে তবেই এখানে আবেদন করা যাবে । আরো বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট।
  2. যেকোনো একটি আইডি প্রুফ।
  3. জাত সংস্থাপত্র।
  4. শিক্ষাগত শংসাপত্র হিসাবে সার্টিফিকেট বা মার্কশিট।
  5. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে এবং তারপরে তাদের নিয়োগ করা হবে।

How to apply for (Indian Coast Guard vacancy 2025)

  1. প্রথমে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  2. সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
  3. এরপরে সঠিক প্রক্রিয়ায় ফর্মটি ফিলাপ করতে হবে।
  4. উপরে যে যে ডকুমেন্টগুলোর কথা বলা আছে সেগুলিকে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে।
  5. সবশেষে নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

Important link

Official LinkClick Here
Official Website Download PDF






Leave a Comment