India Post GDS Recruitment 2025: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ, বেতন ১২, ০০০/-টাকা থেকে শুরু।

By Jyoti Biswas

Published On:

Follow Us
India Post GDS Recruitment 2025

India Post GDS Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর আবারো মাধ্যমিক পাস যোগ্যতায় কয়েক হাজার শূন্য পদে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভারতীয় ডাক বিভাগ। এখানে অনেক শূন্য পদে শুধুমাত্র মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন এবং মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করেই নিয়োগ করবে পোস্ট অফিস কর্তৃপক্ষ। কিভাবে আবেদন করবেন ?কোন পদে আবেদন করতে পারবেন? মাসিক বেতন কত পাবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? কিভাবে নিয়োগ করা হবে ও আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে আলোচনা করা হলো। সম্পূর্ণভাবে জানার জন্য প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুইতিমধ্যে শুরু হয়ে গেছে
আবেদন শেষ০৩/০৩/২০২৫

নিয়োগ কারী সংস্থা

ভারতীয় ডাক বিভাগ।

পদের নাম

এখানে যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হল–

  • ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM)
  • সরকারি ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM )
  • গ্রামীণ ডাক সেবক।

শূন্যপদের সংখ্যা

এখানে মোট শূন্য পদের সংখ্যা ২১, ৪১৩ টি।

বয়স সীমা

উল্লেখিত পদগুলিতে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে যথাযথ ছাড় পাবেন।

বয়সের ছাড়

SC/ST০৫ বছর
OBC০৩ বছর
PWBD১০ বছর

Read More: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কন্টেন্ট রাইটার পদে নিয়োগ, বেতন ৩০,০০০/- টাকা।

বেতন সীমা

এখানে (India Post GDS Recruitment 2025) যেহেতু আলাদা আলাদা পথ রয়েছে পদ অনুযায়ী বেতন প্রদান করা হবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার করে নিযুক্ত হওয়া কর্মীদের ডাক বিভাগের পক্ষ থেকে প্রতিমাসে ১২,০০০/-টাকা প্রদান করা হবে এবং সরকারি ব্রাঞ্চ পোস্টমাস্টার ও গ্রামীণ ডাক সেবক পদে কর্মরত প্রার্থীদের প্রতি মাসে ১০,০০০/-টাকা বেতন হিসেবে প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (India Post GDS Recruitment 2025)

এখানে আবেদনকারী প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেও এখানে আবেদন জানাতে পারবেন। কিন্তু নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার অনুযায়ী নিয়োগ করা হবে।

অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা

  • শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই বাইক বা সাইকেল চালাতে জানতে হবে।
  • স্থানীয় ভাষাতে দক্ষতা থাকতে হবে।
  • কম্পিউটার সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. জন্ম সার্টিফিকেট।
  2. আইডি প্রুফ।
  3. জাত সংস্থাপত্র।
  4. শিক্ষাগত যোগ্যতা হিসেবে মার্কশিট বা সার্টিফিকেট।
  5. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

How To Apply For India Post GDS Recruitment 2025

এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে।
নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। তারপর উপরে যে ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে। নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।

আবেদন মূল্য

উল্লেখিত পদে আবেদন করার জন্য আবেদন ফি বাবদ অনলাইনে সবাইকে ১০০ টাকা দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে (India Post GDS Recruitment 2025) কোনরকম পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই নিয়োগ করা হবে। সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে নিয়োগের সময় শুধু মাধ্যমিক পরীক্ষার নম্বর অনুযায়ী প্রার্থীদের বাছাই করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করে তাদের নিয়োগ প্রদান করা হবে।

Important Link

Official LinkClick Here
Official Website Download PDF



Leave a Comment