Calcutta City Civil Court Recruitment 2025: কলকাতা সিটি সিভিল কোর্টে ক্লার্ক ও গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ২১,০০০/- টাকা থেকে শুরু।কলকাতা সিভিল কোর্ট এর পক্ষ থেকে একাধিক গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই এই পদে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। বিজ্ঞপ্তি অনুসারে একাধিক তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে।
এই পদে কিভাবে আবেদন করবেন কি যোগ্যতা থাকলে আবেদন করা যাবে বেতন কত থাকছে নিয়োগ পদ্ধতি কি থাকছে এবং আবেদনের যোগ্যতা কি থাকছে তা বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
Important Date Of Calcutta City Civil Court Recruitment 2025
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৭/০১/২০২৫ |
আবেদন শেষ | ১৬/০২/২০২৫ |
নিয়োগ সংস্থা
কলকাতা সিটি সিভিল কোর্ট।
পদের বিবরন(Calcutta City Civil Court Recruitment 2025)
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (LDA) | ১২টি |
সামন বেইলিফ (গ্রুপ-ডি) | ২টি |
মাসিক বেতন
উল্লেখিত পদে(Calcutta City Civil Court Recruitment 2025)আবেদন করার পর চাকরিপ্রার্থীরা চাকরি পেয়ে গেলে সর্বনিম্ন ২১,০০০/-টাকা থেকে সর্বোচ্চ ৫৮,৫০০/- টাকা প্রতি মাসে বেতন পাবেন। যেহেতু এখানে উল্লেখ করা দুটি পথ রয়েছে তাই কোন পদে কত বেতন পাবেন তা বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করে দেখে নিন।
বয়সসীমা
এখানে আবেদন করার জন্য চাকরির প্রার্থীদের সর্বনিম্ন বয়স 18 বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ তারিখ পর্যন্ত হিসাব করা হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এখানে বয়সের বিভিন্ন ধরনের ছাড় পাবেন।
Read More:লক্ষ্মীর ভাণ্ডারের পরে আবার নতুন প্রকল্প শুরু,প্রতিমাসে ১০০০/- টাকা দেবে রাজ্য সরকার।
শিক্ষাগত যোগ্যতা
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটার সম্বন্ধে অভিজ্ঞতার সার্টিফিকেট ও টাইপিং এর দক্ষতা থাকলেই এই পদে আবেদন করতে পারবেন।
সামন বেইলিফ পদে আবেদন করার জন্য প্রার্থীদের শুধুমাত্র যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন।
আবেদন করার জন্য যে যে ডকুমেন্ট লাগবে
জন্ম সার্টিফিকেট
আধার কার্ড
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
ঠিকাদার প্রমাণ পত্র
পাসপোর্ট সাইজের রঙিন ছবি
কাস্ট সার্টিফিকেট
নিয়োগ প্রক্রিয়া
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হওয়ার জন্য প্রার্থীদের প্রথমে একটি অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা দিতে হবে এবং তারপর ডেসক্রিপটিভ লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
সামন বেইলিক পদে নিয়োগ হওয়ার জন্য প্রার্থীকে শুধুমাত্র অবজেক্টিভ টাইম লিখিত পরীক্ষা দিলেই হয়ে যাবে।
আবেদন প্রক্রিয়া
কলকাতা সিভিল কোর্টের https://citycivilcourtcalcutta.dcourts.gov.in/ ওয়েবসাইটে গিয়ে বা কলকাতা উচ্চ আদালতের https://www.calcuttahighcourt.gov.in/ -এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদন পত্র ফিলাপ করে জমা দেওয়ার পর প্রয়োজনীয় যে ডকুমেন্ট গুলি বলা হয়েছে উপরে সেগুলিকে নির্দিষ্ট সময় ও তারিখের মধ্যে নির্দিষ্ট সাইডে আপলোড করতে হবে। তবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
Important Link Of Calcutta City Civil Court Recruitment 2025
Official Website | Download PDF |