IDBI Bank Recruitment 2025: আইডিবিআই ব্যাঙ্কে অ্যাসিস্টেন্ট ম্যানেজার পদে নিয়োগ, ৬৫০টি শূন্যপদ রয়েছে।

By Jyoti Biswas

Published On:

Follow Us
IDBI Bank Recruitment 2025

IDBI Bank Recruitment 2025 : যে সমস্ত প্রার্থীরা ব্যাংকে চাকরি করবেন বলে ভাবছেন তাদের জন্য রয়েছে বিরাট সুখবর। IDBI ব্যাংকে খুব শিগগিরই একাধিক শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আইডিবিআই ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে বলে সেই সংক্রান্ত তথ্য জানা গেছে বিজ্ঞপ্তি অনুসারে। কিভাবে আবেদন করবেন? ঠিক কতগুলি শূন্য পদ রয়েছে? কোন যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন? কিভাবে নিয়োগ করা হবে? সমস্ত কিছু বিস্তারিতভাবে জানার জন্য আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু০১/০৩/২০২৫
আবেদন শেষ১১/০৩/২০২৫

নিয়োগ করি সংস্থা – আইডিবিআই ব্যাঙ্ক।

পদের নাম(IDBI Bank Recruitment 2025 )

এখানে যে পারিনিয় হোক করা হবে সেটি হল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।

শূন্য পদের সংখ্যা

SC১০০ টি
ST৫৪ টি
EWS৬৫ টি
OBC১৭১ টি
Genarel২৬০ টি
Total৬৫০টি

বয়স সীমা

এখানে(IDBI Bank Recruitment 2025) আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত। প্রার্থীদের বয়স ১লা মার্চ ২০২৫ তারিখ অনুযায়ী হিসাব করা হবে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রাথীদের জন্য বয়সের ক্ষেত্রে যথাযথ ছাড় দেওয়া হবে।

বসের ছাড়

SC/ST৫ বছর
OBC৩ বছর
PWBD১০ বছর
EX Service Man৫ বছর 

Read More: ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশন কোম্পানির নতুন কর্মী নিয়োগ, মাসিক বেতন ৬০,০০০/- টাকা।

বেতন সীমা

প্রথমে জয়েন করার পরেই ট্রেনিং পিরিয়ডের ছয় মাস ৫০০০/- টাকা করে দেওয়া হবে। ইন্টার্নশিপের দুই মাস ১৫ হাজার টাকা করে দেয়া হবে। ব্যাংকের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করার পরে ৬.১৪ লাখ থেকে ৬.৫০ লাখ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা(IDBI Bank Recruitment 2025 )

উল্লেখিত পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো শাখায় স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে এছাড়াও কম্পিউটারের যোগ্যতা থাকা আবশ্যিক এবং আঞ্চলিক ভাষা জানতে হবে।

আবেদন পদ্ধতি

সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে এখানে আবেদন করতে হবে । ক্লিক করে সেখানে যাবতীয় নথি এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আপলোড করতে হবে। তারপর এক লাইনেও বাটনে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর কমপ্লিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে ফাইনাল সাবমিট অপশনটি বেছে নিতে হবে তবেই আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ হবে।

আবেদন ফি

SC, ST ও PWD২৫০ টাকা
Genarel১০৫০ টাকা

নিয়োগ প্রক্রিয়া

একটি ৬০ নম্বরের ডাটা এনালাইসিস, ইন্টার্নশিপ, লজিক্যাল রিজনিং এর প্রশ্ন থাকবে। ৪০ নম্বর প্রশ্ন থাকবে শুধু ইংরেজি ভাষার উপর। কোয়ান্টিটিভ আপেন্টিভ থাকবে ৪০ নম্বরের। ব্যাংকিং বা জেনারেল ইকনোমিক বিষয়ে ৬০ নম্বর থাকবে। মোট ২ নম্বরের একটি পরীক্ষা নেওয়া হবে যেটার উপর ভিত্তি করেই যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

Important Link

Official LinkClick Here
Official WebsiteDownload PDF

Leave a Comment