Rani Lakshmibai Scooty Yojana 2025: কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত মেয়েদের জন্য বিভিন্ন বিভিন্ন যোজনার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান। রাজ্যের মেয়েরা যাতে শিক্ষাগত দিক থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তাই বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করা হয়। সেই রকমই সবুজ সাথী প্রকল্পের পর এক নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছে রাজ্য চালু হতে চলেছে রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা। যেখানে উচ্চশিক্ষায় শিক্ষিত মেয়েদের স্কুটি বিনামূল্যে দেওয়া হবে।
বিভিন্ন রকম যোজনার মধ্যে এটি(Rani Lakshmibai Scooty Yojana 2025) একটি গুরুত্বপূর্ণ যোজনা এবং সুবিধায় যুক্ত যোজনা হল রানী লক্ষ্মীবাঈ স্কুটি যোজনা। রাজ্যের প্রতিটি মেয়ে এই যোজনায় যোগদান করতে পারবেন। এই যোজনা কি? রানী লক্ষ্মীবাঈ যোজনা এ কি কি সুবিধা পাবেন? এই দুজনের সুদের পরিমাণ এবং বিনিয়োগ টাকার পরিমাণ কত? কিভাবে এই যোজনার সঙ্গে যুক্ত হবেন? এইযোজনায় যুক্ত হতে গেলে উপযুক্ত যোগ্যতা কি লাগবে? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা কি?
মেয়েদের জন্য চালু হওয়া সব থেকে গুরুত্বপূর্ণ যোজনা হল রানী লক্ষ্মীবাঈ স্কুটি যোজনা। এখাণে(Rani Lakshmibai Scooty Yojana 2025) বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে উত্তর প্রদেশ রাজ্যের মেয়েদের।
Read More: পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন দেখে নিন !
রানী লক্ষ্মীবাঈ স্কুটি যোজনায় কি কি সুবিধা পাবেন?
রাজ্যের মেয়েরা যাতে দূরবর্তী জায়গায় পড়াশোনার জন্য যাতায়াত করতে কোন অসুবিধা না হয় তার জন্য এই যোজনার উদ্যোগ নেওয়া। এইজন্য মাধ্যমে উত্তর প্রদেশ রাজ্যের স্নাতকোত্তর ও স্নাতক স্তরের মেয়েদের যাতে পড়াশোনার জন্য যাতায়াতে কোনরকম অসুবিধা না হয় তাই বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। উত্তর প্রদেশ রাজ্যের মেয়েদের স্বনির্ভর করার জন্য এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য এই যোজনা চালু করা হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্য সরকার এই যোজনার জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।
এই যোজনায় যোগদান করতে গেলে যে যে যোগ্যতা লাগবে
- আবেদনকারীকে উত্তরপ্রদেশ রাজ্যে স্থানীয় বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী কে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতক স্তরে ভালো নাম্বার পেয়ে পাশ করতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম ২ লাখ ৫০ হাজার টাকার কম হতে হবে।
- আবেদনকারীকে মেয়ে হতে হবে।
আবেদনের জন্য যে যে ডকুমেন্টগুলি প্রয়োজন
- আবেদনকারীর আধার কার্ড।
- স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
- ইনকাম সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি।
আবেদন পদ্ধতি
এখানে(Rani Lakshmibai Scooty Yojana 2025) সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করতে গেলে প্রথমে নিচে দেওয়া অফিশিয়াল লিংকে ক্লিক করে সেটিকে দেখে নিয়ে তারপর এপ্লাই নাও লিংকে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর যে সমস্ত তথ্য চেয়েছিলাম এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলি আছে সেগুলোকে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে তবেই আবেদন মাধ্যম সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় লিঙ্ক(Rani Lakshmibai Scooty Yojana 2025)
Official Link | Click Here |