WB Govt Boys Home Group- C Recruitment 2025: সরকারি চাকরি করা যদি আপনারও স্বপ্ন থাকে , সুযোগ খুঁজছেন ? তাহলে আপরার জন্যই এবার বড় সুযোগ, রাজ্য সরকারের একটি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ রয়েছে , কোন যোগ্যতায় আবেদন করবেন , কীভাবে আবেদন করবেন, শূন্যপদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি ইত্যাদি জানতে চাইলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
গুরুত্বপূর্ণ তারিখ(WB Govt Boys Home Group- C Recruitment 2025)
আবেদন শুরু | ২৪/০২/০/২০২৫ |
আবেদন শেষ | ১৬/০৩/২০২৫ |
Read More: বীরভূম জেলায় সরকারি হোস্টেলে মহিলা কর্মী নিয়োগ,কিভাবে আবেদন করবেন দেখে নিন।
পদের বিবরন(WB Govt Boys Home Group- C Recruitment 2025)
১। পদের নাম- অফিসার ইনচার্জ।
শূন্যপদের সংখ্যা-শূন্যপদ রয়েছে ১টি।আপনি জেনারেল হলেও এই পদের জন্য নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা- সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ হিউম্যান রাইট ইত্যাদি বিষয়ের উপর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ও অন্তত তিন বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার শিক্ষা থাকতে হবে।
বয়সসীমা– উল্লেখিত পদে আবেদন করার জন্য ২৭ থেকে ৪২ বছর হতে হবে। বেতনসীমা– ৩৩,১০০ টাকা।
২। পদের নাম- কাউন্সিলর। শূন্যপদের সংখ্যা- শূন্যপদের সংখ্যা রয়েছে ১ টি।এটি SC জন্য সংরক্ষিত এবং এই পদের জন্য নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা- সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ সাইকোলজিতে গ্রাজুয়েশন থাকতে হবে বা কাউন্সেলিং এর ওপর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে এক বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটারে দক্ষতা থাকলে সেটা ভালো।(optional) বয়সসীমা- প্রার্থীদের বয়স হতে হবে ২৪ থেকে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হলো ২৩,১৭০।
৩।পদের নাম- হাউস ফাদার।
শূন্যপদের সংখ্যা- রয়েছে ২ টি এক্ষেত্রে একটি ST ও অপরটি জেনারেলের জন্য সংরক্ষিত ও আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন, নারীদের জন্য আবেদন গ্রহনযোগ্য নয়
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা ও তিনবছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- ২১ থেকে ৪০ বছর।
বেতন- এই পদের জন্য মাসিক বেতন পাবে ১৪,৫৬৪ টাকা।
৪। পদের নাম- হেল্পার অথবা নাইট ওয়াচম্যান।
শূন্যপদের সংখ্যা- শূন্য পদের সংখ্যা ১। এক্ষেত্রে একটি পদ জেনারেলের জন্য সংরক্ষিত ও আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন, নারী দের জন্য গ্রহনযোগ্য নয়
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য মাধ্যমিক পাশ যোগ্যতা অথবা অষ্টম শ্রেণি পাশ যোগ্যতা থাকলেই হবে। এছাড়াও এই ফিল্ডে যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা- ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন- এই পদের(WB Govt Boys Home Group- C Recruitment 2025) জন্য মাসিক বেতন হলো ১২,০০০ টাকা।
নিয়োগ পদ্ধতি
উল্লেখিত পদের(WB Govt Boys Home Group- C Recruitment 2025) জন্য ১০০ নাম্বারের পরীক্ষা হবে যার মধ্যে ৮০ নম্বর থাকবে লিখিত পরীক্ষায়। অফিস ইনচার্জ, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ও কাউন্সিলরের জন্য কম্পিউটার পরীক্ষা ও ভাইবাতে ১০ নম্বর করে থাকবে। হাউস ফাদার ও হেল্পার কাম নাইট ওয়াচ ম্যানের ক্ষেত্রে ভাইবাতে ২০ নং থাকবে।
আবেদন প্রক্রিয়া
নিচে দেওয়া অফিসিয়াল লিংকে ওয়েবসাইটে গেলেই ফর্মটি পেয়ে যাবেন,এরপর যাবতীয় তথ্য সমেত আবেদন পত্রটি জমা দিতে হবে ইমেইল আইডির মধ্য দিয়ে। ইমেইল আইডিটি হলো- depubankura@gmail.com , আবেদন চলবে ২৪ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত।
প্রয়োজনীয় লিঙ্ক
Official Link | Click Here |
Official Website | Download PDF |