Post office Scheme 2025: পোস্ট অফিস নতুন স্কিম। ৫,০০০ টাকা করে জমা করলে ৮,৫৪,০০০ টাকা পাবে।

By Jyoti Biswas

Published On:

Follow Us
Post office Scheme 2025

Post office Scheme 2025: কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী পোস্ট অফিস থেকে চালু হতে চলেছে নতুন প্রকল্প। পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম। সারা দেশের মানুষের জন্য পোস্ট অফিসের তরফ থেকে বিভিন্ন স্কিম রয়েছে। দেশবাসীর জন্য এতগুলো স্কিমের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্কিম হলো পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম।

এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম কি পোস্ট অফিস রেকর্ডিং ডিপোজিট স্কিমের কি ?কি সুযোগ সুবিধা আছে? এখানে টাকার পরিমান এবং সুদের পরিমাণ কত? কিভাবে এই স্কিমের সঙ্গে যুক্ত হওয়া যাবে ?সমস্ত কিছুর বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি মনোযোগ সহকারে অধ্যায়ন করুন। সমস্ত তথ্য সঠিকভাবে জেনে তবেই এই স্কিমের সঙ্গে যুক্ত হবেন।

Read More: বেকারদের জন্য ৫০০০/- টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার। দেরি না করে এখনই আবেদন করুন।

কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিসে বিভিন্ন ধরনের স্কিম এর মধ্যে ঝুকিমুক্ত ও গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম। পোস্ট অফিসের অন্যান্য স্কিম ও চালু হওয়ার প্রচুর সুযোগ-সুবিধা রয়েছে এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে। এই স্কিমের মেয়াদ হচ্ছে ৫ বছর বা ১০ বছর মোট বারোটা কিস্তির মাধ্যমে এই স্কিমে টাকা ডিপোজিট করতে হবে।

এই স্কিমে(Post office Scheme 2025) আবেদ নকারী প্রার্থীদের জমা হওয়া টাকার ৬.৭% সুদ প্রদান করা হবে। কোন কারনে আবেদনকারী টাকা প্রয়োজন হলে তোলা যাবে না তিন বছর পর এই টাকা তোলা যাবে। আরো সব থেকে বড় সুযোগ হচ্ছে এই স্কিমের সঙ্গে যুক্ত হওয়া ব্যক্তিরা নিজেদের কাজের জন্য এই স্কিমের টাকা জমা দেওয়ার ৫০ শতাংশ লোন হিসেবে নিতে পারবে।

স্কিমের টাকার মেয়াদ

এই স্কিমটি যারা বহুদিন ধরে দীর্ঘ সময় ব্যাপী স্কিমের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুবিধা যুক্ত। এই ক্রিমটি দীর্ঘ সময়ের জন্য করা যেতে পারে যেমন ৫ বছর বা ১০ বছর। আপনি যদি প্রতি মাসে ৫০০০ টাকা করে জমা করেন ১০ বছর পরে সুদ যুক্ত হয়ে আপনার টাকা হবে ৮,৫৪,০০০/- টাকা আর যারা পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে জমা করবেন কিন্তু স্কিমটি পাঁচ বছরের জন্য করবেন তাদের সুদ সমেত মিলিয়ে ৩,৫৬,০০০/- টাকা হবে।

এই স্কিমে(Post office Scheme 2025) যেভাবে যুক্ত হবেন

এই স্কিনে যুক্ত হতে গেলে আবেদনকারীকে অবশ্যই নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়াও আবেদনকারী সর্বশেষে নিজের ডকুমেন্ট সহিত এই স্কিমের সঙ্গে যুক্ত হতে পারবেন। আরো সমস্ত কিছু বিস্তারিত জানতে শমসের অফিশিয়াল ওয়েবসাইট টি দেখে নিন।

Important Link(Post office Scheme 2025)

Official LinkClick Here

Leave a Comment