BECIL New Vacancy 2025: নতুন চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর। কেন্দ্রীয় সরকার দপ্তর একটি ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ত্রিশটিরও বেশি শূন্য পদে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে বলে জানানো গেছে বিজ্ঞপ্তি অনুসারে। কিভাবে আবেদন করবেন? কোন কোন পদে নিয়োগ করা হবে? মোট শূন্য পদের সংখ্যা কতগুলি? আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? আপনার মাসিক বেতন কত হবে? সমস্ত কিছু বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ইতিমধ্যে শুরু হয়ে গেছে |
আবেদন শেষ | ২৪/০২/২০২৫ |
পদের বিবরণ (BECIL New Vacancy 2025)
পদের নাম | শূন্যপদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | মাসিক বেতন |
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেশ) | এখানে মোট শূন্যপদ ২ টি। | মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট পাশ হতে হবে ও ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। | এই পদের জন্য মাসিক বেতন হলো ৪৪, ৯০০ টাকা। |
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) | এখানে শূন্যপদের সংখ্যা ২ টি। | সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট পাশ হতে হবে ও ৫ বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন হলো ৪৪, ৯০০ | মাসিক বেতন হলো ৪৪, ৯০০ টাকা। |
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) | এখানে মোট শূন্যপদ ২ টি। | ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট পাশ হতে হবে ও ৫ বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে। | এই পদের (BECIL New Vacancy 2025)জন্য মাসিক বেতন হলো ৪৪, ৯০০ টাকা। |
অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার | এখানে শূন্যপদের সংখ্যা ১ টি। | গ্র্যাজুয়েট বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে,প্রার্থীদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৭০ সেন্টিমিটার,পার্বত্য এলাকার জন্য ৫ সেন্টিমিটারের ছাড় রয়েছে। ছাতি ৮১ সেন্টিমিটার হতে হবে ও ছাতি ফুলিয়ে ৮৫ সেন্টিমিটার হতে হবে। সম্পূর্ণ নীরোগ হতে হবে, চশমার ছাড়া দৃষ্টিশক্তি হতে হবে ৬/১২- দুই চোখেই।কোনও হসপিটাল বা মেডিকেল ইনস্টিটিউটে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।কোনরকম বর্ণান্ধতা থাকলে হবে না। | এই পদের জন্য মাসিক বেতন হলো ৩৫, ৪০০ টাকা। |
অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার | এখানে মোট শূন্যপদ ৩ টি। | গ্র্যাজুয়েট বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে অথবা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের উপরে ব্যাচেলর ডিগ্রী এবং স্টোর হ্যান্ডেলিংয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। | এই পদের জন্য মাসিক বেতন হলো ৪৪, ৯০০ টাকা। |
বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার | এখানে শূন্যপদের সংখ্যা ১ টি। | বি.ই/বি.টেক বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যোগ্যতা থাকতে হবে। | এই পদের জন্য মাসিক বেতন হলো ৪৪, ৯০০ টাকা। |
চিফ ডায়েটিশিয়ান | এখানে (BECIL New Vacancy 2025)শূন্যপদের সংখ্যা ১ টি। | সিনিয়ার ডায়েটিশিয়ান (অ্যাসিস্ট্যান্ট ফুড ম্যানেজার) যোগ্যতার সঙ্গে ৫ বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে। | এই পদের জন্য মাসিক বেতন হলো ৬৭,৭০০ টাকা। |
চিফ মেডিকেল রেকর্ড অফিসার | এখানে শূন্যপদের সংখ্যা ১ টি। | মেডিকেল রেকর্ড অফিসার হতে হবে ও ৮ বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে। | মাসিক বেতন হলো ৫৬,১০০ টাকা। |
Read More:ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে ট্রেড এপ্রেন্টিস নিয়োগ, ৪৩০টি শূন্য পদে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণ পত্র বা সার্টিফিকেট।
- আধার কার্ড ।
- প্যান কার্ড।
- কাস্ট সার্টিফিকেট।
- ব্যাংকের পাসবুকের জেরক্স।
- প্রফেশনাল কাজকর্মের সমস্ত সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি।
How To Apply For BECIL New Vacancy 2025
প্রত্যেকটি পদের জন্যই আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া অফিসিয়াল লিংকে ক্লিক করে সেখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তারপর ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। এছাড়াও আপনাকে একটি পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে । তবেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আবেদনপত্র অন্য কোনভাবে পাঠালে সেটিকে গ্রহণ করা হবে না। আবেদনপত্র পাঠানোর ঠিকানা–
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড(বেসিল ভবন)। সি – ৫৬/এ – ১৭, সেক্টর ৬২, নয়ডা- ২০১৩০৭(ইউপি)।
আবেদান ফি
SC/ST/EWS/PH দের জন্য আবেদন ফি ২৯৫ টাকা।
GEN/OBC/এক্স সার্ভিস ম্যান বা ওমেনদের জন্য আবেদন ফি ৫৯০ টাকা।
পরীক্ষার নিয়ম
এখানে(BECIL New Vacancy 2025)অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী ইচ্ছুক প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী শর্টলিস্টেড করা হবে, তারপরে তাদের ক্লাইন্ট এর কাছে পাঠানো হবে পরবর্তী সিলেকশনের জন্য। তারপর শর্টলি স্ট্যান্ড ক্যান্ডিডেটদের ফোন বা ইমেইল এর মাধ্যমে তাদের এসেসমেন্ট বা ইন্টারভিউ বা স্কিল টেস্ট এর জন্য জানিয়ে দেওয়া হবে। এছাড়াও আবেদনকারীদের জানানো হচ্ছে যে তারা যেন অতি অবশ্যই তাদের ইমেইল আইডি বা ফোন নম্বর আপডেট রাখে।
প্রয়োজনীয় লিঙ্ক
Official Link | Click Here |
Official Website | Download PDF |