Duare Sarkar Camp 2025: রাজ্য সরকারের তরফ থেকে আবারো চালু করা হলো দুয়ারে সরকার ক্যাম্প। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যাতে সরাসরি এই প্রকল্পগুলির সুযোগ সুবিধা খুব সহজেই পেয়ে যান এই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই দুয়ারে সরকার ক্যাম্প করে ব্যাপক পরিমাণ সফলতা ইতিমধ্যেই পাওয়া গেছে। ২০২১ সালে এই ক্যাম্প প্রথম চালু হয়েছিল এবং সেই প্রথম থেকেই ব্যাপক পরিমাণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে। রাজ্য সরকার ২০২৫ সালের ফের আবারও শুরু করলো এই ক্যাম্প।
২৪ শে জানুয়ারি থেকে ১ লা ফেব্রুয়ারি পর্যন্ত এই কাজ চলবে বলে জানানো হয়েছে। 202528 ফেব্রুয়ারি পর্যন্ত যাচাইয়ের কাজ চলবে। এবং রাজ্যের মানুষেরা যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই আবেদন পত্র গুলি ঠিক কিনা বেছে নেওয়া এবং যোগ্য ব্যক্তির আবেদন করেছেন কিনা সেই বিষয়টিও খুটিয়ে দেখে নেওয়া হবে। বর্তমানে ৩৭টি এলাকায় এই কেন চালু হবে রবিবার এবং ছুটির দিন বাদে প্রতিদিন ক্যাম্প খোলা থাকবে।
Read More: বিভিন্ন সমবায় ব্যাংকে ক্লার্ক নিয়োগ,মাসিক বেতন ২১, ৮৮৩/-টাকা।
ছাত্র-ছাত্রীদের জন্য দোয়ার সরকার প্রকল্প
এই (Duare Sarkar Camp 2025) রাজ্যের সমস্ত যোগ্য ছাত্রছাত্রীরা পাবেন কন্যাশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মেধাশ্রী প্রকল্প
কৃষকদের জন্য প্রকল্প
এখানে(Duare Sarkar Camp 2025) রাজ্যের সমস্ত কৃষকরা পাবেন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টস ফর পারচেস অফ ফার্ম মেশিনারি, কেসিসি এগ্রিকালচার, কৃষক বন্ধু প্রকল্প, বাংলার শস্য বীমা যোজনা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, পাট্টা আবেদন, বাংলা কৃষি সেচ যোজনা, রাষ্ট্র কৃষি বিকাশ যোজনা, জমির রেকর্ড সংশোধন।
সাধারণ নাগরিকদের জন্য প্রকল্প
আধার কার্ড স্বাস্থ্য সাথী প্রতিবন্ধী সার্টিফিকেট খাদ্য সাথী কার্ড সার্টিফিকেট ইলেকট্রিসিটি নতুন কানেকশন তপশিলি বন্ধু প্রকল্প ইলেকট্রিসিটি বিল পেমেন্ট ছাড় লক্ষীর ভান্ডার প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা জয় জোহার প্রকল্প উদয়ন পোর্টাল রেজিস্ট্রেশন সামাজিক যোজনা।
গ্রামীন এলাকায় দুয়ারের সরকার ক্যাম্প কেন বসছে?
অত্যন্ত গ্রামাঞ্চলের বসবাসকারী যে সমস্ত সাধারণ মানুষেরা থাকে, তারা যাতে সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা গুলো পেয়ে তারা ভালোভাবে জীবন যাপন করতে পারে সেটাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুয়ারের সরকার ক্যাম্পের মাধ্যমে মানুষের পাশে থাকার উদ্যোগ নিয়েছে। পঞ্চায়েত এবং ভিডিও অফিস অনেক দূরে অবস্থিত হয় এলাকার মানুষ যাতে কোন প্রকল্প থেকে বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রেখেই এই (Duare Sarkar Camp 2025) ক্যাম্প শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনার এলাকায় ঠিক কোথায় কত তারিখে এবং কিভাবে এই ক্যাম্পে আপনি অংশগ্রহণ করবেন তার পরস্পর পদক্ষেপ নিচে দেওয়া হল
- প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে যান।
- তারপরে ‘find your camp’ অপশনে ক্লিক করুন।
- এরপর নিজের জেলা নির্বাচন করুন।
- গ্রাম পঞ্চায়েত এবং ব্লক সর্বশেষ নির্বাচন করুন।
Important Link
Official Link | Click Here |